আমাদের ভারত, ৭ জানুয়ারি: “প্রতিশ্রুতির পর পাঁচ বছর কেটে গেল। অবিলম্বে সেই প্রতিশ্রুতি মতো কেন্দ্রীয় ও রাজ্য সরকার চিটফান্ড কাণ্ডে ক্ষতিগ্রস্তদের টাকা ফেরতের জন্য প্রয়োজনীয় টাকা বরাদ্দ করুক।” মঙ্গলবার এই দাবি করেছেন অল বেঙ্গল চিট ফান্ড সাফারার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি রূপম চৌধুরী। তাঁর দাবি, কোটি কোটি মানুষের ১১ বছরের অকল্পনীয় কষ্টময় জীবনের অবসান করুন সরকার।
তিনি জানান, হাইকোর্ট নিয়োজিত (২০১৪ সালে) মানুষের চিটফান্ড কাণ্ডে ক্ষতিগ্রস্তদের টাকা ফেরতের ওয়ান ম্যান কমিটির (মাননীয় বিচারপতি তালুকদার কমিটি) ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ২৫ লক্ষ টাকা তছরূপ হয়েছে। এই সংবাদ মঙ্গলবারের বিভিন্ন প্রচারমাধ্যমে প্রকাশিত হয়েছে। অকল্পনীয় ঘটনা।
রূপমবাবু বলেন, “হাইকোর্টের চিটফান্ড বেঞ্চের বিচারপতি জয়মাল্য বাগচি যথার্থই বলেছেন। এক সদস্য কমিটির অফিসের কেউ জড়িত কিনা পুলিশ ও তদন্ত সংস্থা গুরুত্ব দিয়ে দেখে প্রয়োজনীয় ও দৃঢ় পদক্ষেপ নিন। এই ঘটনা প্রমাণ করছে লুঠেরাদের হাত কতো দূর পর্যন্ত বিস্তৃত। আমাদের সংগঠন এই ভয়ংকর ঘটনার সাথে যে চক্র জড়িত, অবিলম্বে যুদ্ধকালীন তৎপরতায় তদন্ত করে দোষী চক্রদের কঠোরতম শাস্তি দাবি করছে।”