পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ এপ্রিল: আজ ডেবরা ব্লকের ৭ নং মলিঘাটী অঞ্চল, ৮ নং গোলগ্রাম অঞ্চল ও ৯ নং লোয়দা অঞ্চলে পথ সভা করেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারীর।
আজকের সভা থেকে দীপক অধিকারী বলেন, আমি আপনাদের কাছে আশীর্বাদ নিতে এসেছি ভোট চাইতে আসিনি। তবে দিদিকে আমি বলেছিলাম, আমাকে যদি দাঁড়াতে হয় ঘাটালের মানুষের কিছু দাবি আছে, সেটা পূরণ করতে হবে। এই বলতে বলতে দীপক অধিকারী পুনরায় বললেন, ঘাটাল মাস্টার প্ল্যান করতে হলে আমাকে যদি ১০ বার জন্ম নিতে হয়, তো আমি ১০ বার জন্ম নেব।