TMC, Jun Malia, Medinipur, মেদিনীপুরে নির্বাচনী প্রচার সেরে ইফতার পার্টিতে যোগ তৃণমূল প্রার্থী জুন মালিয়ার

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ এপ্রিল: শুক্রবার দিনভর দলীয় নেতা কর্মীদের নিয়ে লোকসভা ভোটের প্রচার সেরে সন্ধ্যায় মেদিনীপুর জোড়া মসজিদ এলাকায় মেলা ময়দানে ইফতার পার্টিতে অংশ নিলেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া।

কয়েকশো মুসলিম সম্প্রদায়ের মানুষের পাশাপাশি এই ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন টাউন মুসলিম কমিটির সম্পাদক আব্দুল ওয়াহেদ, ভারত সোবাশ্রম সঙ্ঘর সম্পাদক, চার্চের ফাদার, বৌদ্ধ বিহারের সম্পাদক, বিভিন্ন মন্দিরের পুরোহিত এবং কাউন্সিলররা। বিকেলে প্রার্থীর সমর্থনে লিগ্যাল এইড ফোরামের উদ্যোগে মেদিনীপুর জেলা আদালতের আইনজীবীদের একটি মিছিল হয় আইনজীবী গৌতম মল্লিকের নেতৃত্বে।

ইফতার পার্টিতে যোগ দিয়ে জুন মালিয়া বলেন, বাংলা হলো সর্ব ধর্ম সমন্বয় ও মিলন ভূমি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগেই ঘোষণা করেছেন ধর্ম যার যার, উৎসব সবার। তাই এখানে যেমন দুর্গা পুজোর কার্নিভাল হয়, তেমনি ঈদ ও বড়দিনের উৎসবে মেতে ওঠেন সকলে। বাংলায় কোনো ধর্মীয় ভেদাভেদ নেই।

তিনি বলেন, বিজেপি একটা সাম্প্রদায়িক দল। তারা ধর্মের ভিত্তিতে সব কিছু ভাগ করে দেয়। ভারতে বসবাসকারী সকলে ভারতীয়, এটাই মানব কোনো সিএএ, এনআরসি বাংলায় মানবে না।

এদিন তৃণমূল জেলা কার্যালয়ে ইফতারে অংশ নেন জেলা সভাপতি সুজয় হাজরা, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানী মাইতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *