Congress president, Birbhum, বীরভূম জেলা যুব কংগ্রেস সভাপতিকে প্রাণ নাশের হুমকি, কংগ্রেসের প্রচার না করার হুঁশিয়ারি দুষ্কৃতীদের

আশিস মণ্ডল, রামপুরহাট, ৫ এপ্রিল: কংগ্রেস কর্মীকে প্রচারে বাধা এবং যুব কংগ্রেস সভাপতিকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে খোদ বীরভূমের নলহাটি পুরসভার চেয়ারম্যান, বিধায়ক তৃণমূলের রাজেন্দ্র প্রসাদ সিংয়ের বাড়ির সামনে। বৃহস্পতিবার রাতে এই মর্মে নলহাটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন যুব কংগ্রেস কর্মী বিবেক কর্মকার।

বৃহস্পতিবার সকালের দিকে বাম– কংগ্রেস জোটের প্রচারে গিয়েছিলেন নলহাটির আশ্রম পাড়ার বাসিন্দা যুব কংগ্রেস কর্মী বিবেক কর্মকার। বাড়ি ফেরার পথে পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের বিদুপাড়া দুর্গা মন্দিরের সামনে একটি কালো বাইক চড়ে দুই যুবক বিবেকের পথ আটকে প্রচারে না বেরনোর জন্য হুমকি দেয় বলে অভিযোগ। বিবেকবাবু বলেন, “অভিযুক্ত যুবকদের মুখ সাদা গামছাতে বাঁধা ছিল। মোটর বাইকের কোনো নম্বর ছিল না। তারা হুমকি দেয় যে, সোশ্যাল মিডিয়ায় কংগ্রেসের হয়ে কোন প্রচার করা যাবে না। আর তোমাদের জেলা যুব কংগ্রেস সভাপতি নাসিরুদ্দিন শেখকে মনোজ জয়সোয়ালের মতো নারকীয় হত্যা করা হবে”। বিবেক কর্মকারের দাবি সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের গ্রেফতার করা হোক।

প্রসঙ্গত, বছর দুয়েক আগে বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসায় ইদের দিন বিকেলে নলহাটির ব্যবসায়ী, বিজেপি কর্মী মনোজ জয়সোয়ালকে পিটিয়ে হত্যা করেছিল দুষ্কৃতীরা। সেই মামলা আজও চলছে। বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। সেই খুনের ঘটনাকে স্মরণ করিয়ে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ বিবেকবাবুর।

নাসিরুল শেখ বলেন, “সমাজ বিরোধীদের খুনের হুমকিতে মাথা নত করব না। রাজনৈতিক লড়াই রাজনীতির মাধমেই বুঝে নেব। কেউ যদি ভেবে থাকে একটা নাসিরুলকে খুন করে কংগ্রেসকে দমিয়ে রাখবে তারা ভুল করছে। এই হুমকিতে আমাদের জোশ আরও বাড়িয়ে দিয়েছে। আর পুলিশকে বলব সিসিটিভি ফুটেজ দেখে সমাজ বিরোধীদের গ্রেফতার করুক। তা না হলে আমরা রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে নিজেরাই এর প্রতিকার করব। বৃহত্তর আন্দোলনে নামব”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *