couple body, Jaipur forest, বাঁকুড়ার জয়পুর জঙ্গল থেকে মধ্যবয়সী দম্পতির মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২২ এপ্রিল: জয়পুর জঙ্গল থেকে এক মধ্য বয়সী দম্পতির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। আজ সকালে জয়পুর জঙ্গলে মৃতদেহ দুটি পড়ে থাকতে দেখা যায়।

জানাগেছে, বাঁকুড়ার ওন্দার বাসিন্দা গৌতম দে এবং তার স্ত্রী অশোকা দে’র মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। ওই দম্পতির মৃতদেহের পাশে ১টি কীটনাশক ও ১টি ঠান্ডা পানীয়র খালি বোতল পড়েছিল। ঘটনার খবর পেয়ে জয়পুর থানার পুলিশ গিয়ে তড়িঘড়ি দেহ ২টি উদ্ধার করে। পুলিশের প্রাথমিক অনুমান ওই দম্পতি দাম্পত্য কলহর জেরে ওন্দা থেকে জয়পুরে এসে জঙ্গলে ঢুকে ওই ঠান্ডা পানীয়র সঙ্গে কীটনাশক মিশিয়ে তা খেয়ে স্বেচ্ছায় আত্মঘাতী হয়েছেন।

ঘটনার খবর পেয়ে দম্পতির ছেলে অপূর্ব দে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ ২টি তার বাবা এবং মায়ের বলে সনাক্ত করে সেখানেই কান্নায় ভেঙে পড়েন। পরে তিনি বলেন, ‘রবিবার সকাল থেকেই বাবা মায়ের মধ্যে অশান্তি চলছিল। এরপর একসময় তারা ২ জনেই বাড়ি থেকে বেরিয়ে যান। আমি অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাইনি। বাবা- মায়ের খোঁজে বিভিন্ন থানার দ্বারস্থ হয়েছি। জয়পুরে আমাদের এক আত্মীয় থাকেন। ভেবেছিলাম হয়তো সেখানে গেছেন। কিন্তু সেখানেও বাবা- মাকে পাইনি। রবিবার অনেক রাত পর্যন্ত জয়পুরেই ছিলাম। রাতে ওন্দায় ফিরে আসি। এদিন সকালে জয়পুর থানার পুলিশের কাছে খবর পেয়ে সেখানে গিয়ে দেখি আমার নিখোঁজ বাবা এবং মায়ের দেহ পড়ে রয়েছে। কেন ওনারা এমন সিদ্ধান্ত নিলেন বুঝতে পারছি না’।

পুলিশ জানায়, এদিন সকালে জঙ্গলে পাতা কুড়াতে যাওয়া মানুষদের নজরে পড়ে আরামবাগ-বিষ্ণুপুর রাজ্য সড়কের থেকে সামান্য দূরে জঙ্গলের মধ্যে একজন পুরুষ ও একজন মহিলার মৃতদেহ পড়ে রয়েছে। তারাই ঘটনাটি থানায় জানায়। থানা থেকে পুলিশ গিয়ে মৃতদেহ ২টি উদ্ধার করে বিষ্ণুপুর হাসপাতালে ময়নাতদন্তর জন্য পাঠায়। ঘটনার জন্য অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *