Environment Day, Bankura, ক্ষুদে পড়ুয়াদের উদ্যেগে বিশ্ব পরিবেশ দিবস পালন বাঁকুড়ায়

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২২ এপ্রিল: পরিবেশ রক্ষায় যখন বড়রা একরকম উদাসীন, তখন উৎসবের মেজাজে বসুন্ধরা দিবস পালন করলো সোনামুখীর উত্তর চক্রের ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের মদনপুর জয়নগর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।

পরিবেশ রক্ষা ও গাছ লাগানোর আহ্বান জানিয়ে এদিন সকালে বিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র ছাত্রী ও এলাকার পরিবেশ সচেতন ব্যক্তিদের নিয়ে একটি বর্ণাঢ্য প্রভাত ফেরি এলাকা পরিক্রমা করেন। ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা পৃথিবীর পরিবেশকে সচেতন ও সুস্থ রাখতে ফেস্টুন ও প্ল্যাকার্ডের মাধ্যমে “গাছ লাগান পৃথিবীকে বাঁচান, জল ধরুন অপচয় বন্ধ করুন, পৃথিবীকে বাঁচান নিজেরা বাঁচুন, জল দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ বন্ধ করুন, প্লাস্টিকের ব্যবহার সবাই পরিহার করুন” ইত্যাদি প্রচার চালান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দময় ঘোষ বলেন, বিশ্ব উষ্ণায়নের ফলে তাপমাত্রা দিন দিন বেড়ে চলেছে। দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, মাটি ক্ষয়, জল দূষণ, নির্বিচারে বনাঞ্চল ধ্বংসের পরিণাম ইত্যাদি বিষয়গুলো নিয়ে মানুষকে সচেতন করা হল। সাথে সাথে পরিবেশ বাঁচাতে গাছ লাগানো ও তাকে রক্ষা করার আবেদন জানানো হয়। তিনি জানান, ১৯৭০ সালের ২২ এপ্রিল প্রথম বসুন্ধরা দিবস শুরু হয়। প্রতিবছরই একটি নির্দিষ্ট থিম নিয়ে পালিত হয়ে আসছে। এবার ৫৪ তম বসুন্ধরা দিবসে থিম হল “প্লানেট ভার্সেস প্লাস্টিক” অর্থাৎ “পৃথিবী বনাম প্লাস্টিক।” যা পৃথিবীকে বসবাসের জন্য একটি প্লাস্টিক মুক্ত জায়গা তৈরি করবে।

এদিন বিদ্যালয় প্রাঙ্গনে কয়েকটি গাছের চারা রোপন করা হয়। প্রসঙ্গত, এই বিদ্যালয়ে ফেলে দেওয়া প্লাস্টিক থেকে ইকো ব্রিকস তৈরির ব্যবস্থা রয়েছে। এর ফলে পরিবেশকে প্লাস্টিক মুক্ত করা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *