Debashis Dhar, BJP, Tarapith, “দলদাস প্রশাসনের আমূল পরিবর্তন আনতে হবে, আমরা সরকারে এলে তা আনবোই,” বললেন বীরভূম লোকসভার বিজেপি প্রার্থী দেবাশিস ধর

আশিস মণ্ডল, আমাদের ভারত, রামপুরহাট, ২ এপ্রিল: মমতার সরকার সংখ্যালঘুদের ব্যবহার করছে। শীতলকুচি, বগটুই তার প্রকৃষ্ট উদাহরণ। তবে বিজেপি ক্ষমতায় এলে প্রশাসনিক ৫০ বছরের খোলনোলচে বদলে দেওয়া হবে। মঙ্গলবার তারাপীঠ মন্দিরে মা তারার পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন সদ্য প্রাক্তন আইপিএস, বীরভূম লোকসভার বিজেপি প্রার্থী দেবাশিস ধর।

এদিন সকালে তারাপীঠ পৌঁছন তিনি। সঙ্গে ছিলেন বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা, মহিলা মোর্চার সভা নেত্রী রশ্মি দে, জেলা নেতা নিখিল বন্দ্যোপাধ্যায় প্রমুখ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবাশিস ধর বলেন, “এই দলদাস প্রশাসনের আমূল পরিবর্তন আনতে হবে। আমরা সরকারে এলে প্রশাসনে পরিবর্তন আনব। প্রশাসনকে দলদাস হয়ে কাজ করতে হবে না, এটা আমরা করেই ছাড়ব। আমরা চাই প্রশাসন মেরুদন্ড সোজা রেখে কাজ করুক। কারও পক্ষে কাজ করার প্রয়োজন নেই। এটা বর্তমান প্রশাসনিক আধিকারিকদের কাছে আমার বার্তা।”

নিজের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী দেবাশিসবাবু বলেন, “শতাব্দী রায় নার্ভ হারিয়ে ফেলছেন। তাই উল্টোপাল্টা কথা বলছেন”। শীতলকুচি প্রসঙ্গে প্রাক্তন আই পি এস বলেন, “শীতলকুচি কতবড় ভাওতা ছিল মানুষ সেটা বুঝেছে। একটি অডিও প্রকাশ হয়েছিল। তাতে শোনা গিয়েছে এসপিকে ফাঁসাও। আমরা বগটুইয়ের মতো ঘটনা ঘটাই না। সংখ্যালঘুদের কাছে আমাদের বার্তা, কী ঘটেছে ভালো করে দেখুন। আপনারা একদিকে অভিযুক্ত অন্যদিকে অত্যাচারিত। জতুগৃহের মতো মানুষগুলোকে পুড়িয়ে মারা হয়েছে। সংখ্যালঘুদের ভালো করে বোঝা উচিত। আর সুশাসন খুব প্রয়োজন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *