Sukanta, first, MP, country, দেশের সব সাংসদদের মধ্যে ফার্স্ট সুকান্ত, প্রথম দশে নেই বাংলার আর কেউ

আমাদের ভারত, ২ এপ্রিল: গত পাঁচ বছরের সাংসদদের পারফরম্যান্স কেমন? তার একটি তালিকা প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর। তাদের সেই তালিকা অনুযায়ী গোটা সংসদে প্রশ্ন করার নিরিখে গোটা দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছেন রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।

গত পাঁচ বছরের একটি তালিকা প্রকাশ করেছে এডিআর। সেই তালিকায় ১০ জন সাংসদের নাম ও তাদের দল, তারা রাজ্যের কোন কেন্দ্রের তা উল্লেখ করা হয়েছে। সেই সাংসদরা কতগুলি প্রশ্ন করেছে পাঁচ বছরে তারও উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে ৫০৫ জন সাংসদ গত পাঁচ বছরে ৯২ হাজার ২৭১টি প্রশ্ন করেছেন। দশজনের তালিকায় শীর্ষে আছেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। পাঁচ বছরে তিনি ৫৯৬টি প্রশ্ন করেছেন।

এই ১০ জনের তালিকায় সুকান্ত মজুমদার ছাড়া বাংলার কোনো সাংসদের নাম নেই। দ্বিতীয় স্থানে আছেন সুধীর গুপ্তা। তিনি মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ। তৃতীয় স্থানেও আছেন একজন বিজেপি সাংসদ। তিনি ঝাড়খণ্ডের জামশেদপুরের সাংসদ। পঞ্চম স্থানে আছেন এনসিপির সুপ্রিয়া শুলে।

রিপোর্ট বলছে, এই পাঁচ বছরে সবথেকে বেশি প্রশ্ন করা হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ে। এরপর রয়েছে কৃষি সংক্রান্ত প্রশ্ন। তারপর আছে রেল, অর্থ, শিক্ষা, পরিবেশ ইত্যাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *