মেষ :– মান-অভিমানের পালা মিটে যেতে পারে দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে। নতুন করে চাষাবাদের পুরো ব্যবস্থা নিতে পারেন, ডাল শস্য ফলন ভাল পাবেন। চাকুরীজীবীদের কাজের চাপ বাড়তে পারে।ভগিনীর বিবাহের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে পারেন। শিক্ষা ক্ষেত্রে শুভ।
বৃষ :– ভারতের তীর্থে তীর্থে ঘোরার একটা পরিকল্পনা নিতে পারেন। আজ জাতীয় পতাকা উত্তোলন করে নিজেকে গর্বিত অনুভব করবেন। রাজনৈতিক নেতা বা নেতৃ হিসেবে প্রতিষ্ঠা পাবেন। সমাজ সেবা মূলক প্রকল্প গ্রহণ করতে পারেন। ছাত্র-ছাত্রীদের একটু মনোযোগ এর প্রয়োজন।
মিথুন :– লরি বা ট্রান্সপোর্টের ব্যবসায় নিজে খুব কষ্ট করে জায়গাটা তৈরি করতে পেরেছেন, সেই খুশিটা আপনার সকল কর্মীদের মধ্যে ভাগ করে নিতে পারেন। কর্মচারীদের বেতন বৃদ্ধি হতে পারে।ছাত্র ছাত্রীরা একটু মনোযোগী হলে জয়েন এন্ট্রান্স ভালো ফল করবেন।
কর্কট :– পরিবারের সকলের সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করলেও কোন একজনের চক্রান্তে পরিবারের মধ্যে গন্ডগোল লেগে থাকবে। কর্মক্ষেত্রের গন্ডগোল বুদ্ধির কূটকৌশলে সামাল দিতে সক্ষম হবেন। আর্থিক ক্ষেত্রে চাপ থাকলেও তা সামলাতে পারবেন। হঠাৎ করে পিতা-মাতা বা গুরুজনস্থানীয়দের শরীর খারাপ হলেসুচিকিৎসার ব্যবস্থা করতে পারেন, দুশ্চিন্তা ও মানসিক অস্থিরতায় মাথা কাজ করছে না বা নিজেকে দুর্বল লাগতে পারে।
সিংহ :– সন্তানের জন্য পাত্র বা পাত্রী সন্ধান করে নিশ্চিন্ত হতে পারেন। ব্যবসায়িক মন্দা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। রাজনৈতিক মতপার্থক্য গৃহ কোন্দল সৃষ্টি করতে পারে, পরিবারের সদস্যরা বসে নিজেদের মধ্যে মিটিয়ে নিলে ভালো হয়, গুপ্ত শত্রু মিত্র বেশে গৃহকোন্দলে ইন্ধন যোগাবে। বস্ত্রর ব্যবসায় লাভবান হবেন । ছোটখাটো নতুন ব্যবসা খুলতে পারেন।
কন্যা :– শনিবার ছুটির ভিড়ে সমুদ্র সৈকতে অবসরকালীন একাকি দিন যাপন করতে পারেন। কর্মক্ষেত্রে কর্মদক্ষতায় নিজগুণের প্রশংসা প্রাপ্তি ঘটতে পারে। শেয়ারবাজারে লগ্নি করতে পারেন, আর্থিক ক্ষেত্রে খুবই শুভ। কাপড়ের ব্যবসায়ীরা খুবই ভালো লাভবান হবেন।
তুলা :– নতুন বাড়ি ভাড়ায় দিতে পারেন, বাড়িওয়ালা ভাড়াটিয়ার সুসম্পর্ক বজায় থাকবে। ব্যবসায়ীক দিকে আর্থিক উন্নতি ঘটবে। ছোটখাটো ব্যবসা চালাতে একটু চতুর বুদ্ধি খরচ করলেই হবে। গুপ্ত শত্রু থেকে সাবধান। ছাত্র-ছাত্রীদের পক্ষে শিক্ষা ক্ষেত্রে শুভ।
বৃশ্চিক :– উঠতি বয়সের সন্তানের প্রতি সঠিক নজর রাখুন। ব্যবসায়ে লগ্নিকৃত অর্থ নতুনভাবে কর্মকাণ্ডে উৎসাহ যোগাবে। বয়স্ক গুরুজনের প্রতি নজর রাখুন। বেসরকারী ক্ষেত্রে কর্মসংস্থান হতে পারে। দাম্পত্য কলহে হটকারী সিধান্ত না নিয়ে পারস্পরিক ভালো দিক গুলো নিজেদের মধ্যে আলোচনা করুন। আর্থিক দিক আপাত শুভ।
ধনু :– স্ত্রী ভাগ্যে ধন সম্পদ অর্জিত হবে, নতুন ফ্ল্যাট বাড়ি বা চার চাকার গাড়ি কিনতে পারেন। সন্তানের জন্য দুশ্চিন্তা থাকলেও তা কাটিয়ে উঠতে পারবেন বেসরকারি কর্ম ক্ষেত্রে নানা ঝুট-ঝামেলা আপনাকে বিব্রত করবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছাত্র ছাত্রীরা জয়েন্ট এন্ট্রাসেরজন্য একটু মনোযোগী হলে খুব ভালো হয়।
মকর :– বিবাহের জন্য পাত্র পাত্রী দেখতে পারেন, প্রেম প্রীতির ক্ষেত্র শুভ।রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন,বাইক চালানোর ক্ষেত্রে সকল প্রকার সর্তকতা মেনে চলুন।আলুর ব্যবসায় লাভবান হবেন যারা বন্ড কিনেছেন তারা খুব বেশি মুনাফা করতে সক্ষম হবেন।প্রেম প্রীতি শুভ হলেও পরিবারের লোকজন মেনে নিতে নাও পারে। বাড়িতে শখের পোষা প্রাণীদের প্রতি লক্ষ্য নজর রাখুন।
কুম্ভ :– বন্যপ্রাণী রক্ষার আইনে যে সকল বন্য জীবজন্তু বা পাখি বাড়ির খাঁচাতে পোষা যাবে না সেই সকল প্রাণী ঘরে রেখে আইনের জালে নিজেকে জড়াবেন না।আর্থিক দিক শুভ। ফাটকা অর্থ পেতে পারেন। সাঁতার না জেনে নদী বা সমুদ্রের জলে নেমে জীবনের ঝুঁকি নেবেন না।উৎপাদিত খাদ্য শস্য সরকারি গোডাউনে বিক্রি করতে সক্ষম হবেন, অর্থনৈতিক দিক সমূহ শুভ। প্রমোদ ভ্রমণে শৈল শহর যেতে পারেন। মুক্ত বিশ্ববিদ্যালয়ে নিজের শিক্ষার মান বাড়াতে পারেন।
মীন :– পরিবারে মন-কষাকষি বা রাগারাগি না করাই শ্রেয় সকলের সাথে মিষ্টি ব্যবহার করার চেষ্টা করুন।কন্ট্রাক্টরি ব্যবসা বা প্রোমোটারি ব্যবসায় লাভবান হবেন,গাড়ি বাড়ি বা ফ্ল্যাট ক্রয় করতে পারেন। ছাত্র-ছাত্রীদের জয়েন্ট এন্ট্রান্স এর রেজাল্ট ভালো করতে আরও একটু বেশি খাটুনি দিতে হবে।
— শ্রী সঞ্জয়, ফোন : 9932232291.