চৌবাগায় প্লাস্টিকের গুদামে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১টি ইঞ্জিন

সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ১ ফেব্রুয়ারি: ফের সকালে কলকাতায় ভয়াবহ অগ্নিকান্ড। শনিবার সকালে আনন্দপুরের চৌবাগায় একটি প্লাস্টিকের গুদামে আগুন লাগে। দাহ্য পদার্থ থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে লেলিহান অগ্নিশিখা। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১১টি ইঞ্জিন। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা।

দাউ দাউ করে জ্বলন্ত আগুনের সঙ্গে বার হচ্ছে গল গল করে কালো ধোঁয়া। তা দেখেই আশেপাশের বাড়ির সব ভয়ে ঘর থেকে বেড়িয়ে আসছেন প্রয়োজনীয় জিনিস ও বয়স্ক, শিশু আর মহিলাদের নিয়ে। গোটা এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র আতঙ্ক। স্থানীয়দের অভিযোগ বেআইনিভাবে ওই গুদামে কাজ চলত। কোনও অগ্নিনির্বাপণ ব্যবস্থাও ছিল না বলে উঠছে অভিযোগ। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

স্থানীয়রাই খবর দেন দমকলে। ঘটনাস্থলে আসে দমকলের ১১টি ইঞ্জিন। ঘণ্টাখানেকের চেষ্টায় আয়ত্ত্বে আসে আগুন।
দমকলকর্মীদের মতে, গুদামের সর্বত্র ছিল প্লাস্টিক ও রবারের জিনিসপত্র। এমনকী গুদামের বাইরেও প্লাস্টিকের জিনিস ছিল। ফলে সহজেই ছড়িয়ে পড়ে আগুন। তাই গুদামের ভিতরে ফায়ার পকেট থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কীভাবে ওই গুদামে আগুন লাগল তা নিয়ে এখনও ধন্দে দমকলকর্মীরা।

স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরে বেআইনিভাবে চলছিল ওই গুদাম। স্থানীয় প্রশাসনকে বহুবার বলেও কোনও লাভ হয়নি। গুদামে কোনও অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না বলেও উঠছে অভিযোগ। গুদামে আগুন লাগার ফলে বহুতলের দেওয়ালে দেখা গিয়েছে ফাটল। আশঙ্কা করা হচ্ছে, বিল্ডিংটি যে কোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে। এলাকাটি ঘিঞ্জি হওয়ায় আশপাশের বাড়িগুলিও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। পুলিশ এখন ক্ষতির আশঙ্কা খতিয়ে দেখছে। তেমন হলে ওই বহুতলের বাসিন্দাদের অন্যত্র সরাবার ব্যবস্থা করবেন তাঁরা। সরানো হতে পারে আশেপাশের বাড়ির লোকদেরও।তবে হতাহতের কোনও খবর নেই এখনও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *