অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৩১জানুয়ারি:
ঝাড়গ্রাম জেলার বড়পাল যুব সংঘ ক্লাবের উদ্যোগে সরস্বতী পুজো উপলক্ষে প্রথম দিন অর্থ্যাৎ বুধবার সন্ধ্যার সময় বিচিত্রানুষ্ঠান ও নাটক অনুষ্ঠিত হয়। দ্বিতীয়দিন অর্থাৎ বৃহস্পতিবার সকালে পুরুষ ও মহিলাদের ৩ কিমি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর দুপুরে সাঁতার ও হাঁস ধরা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আজ শেষের দিন অর্থাৎ শুক্রবার সকালে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। এই মেডিকেল ক্যাম্পটিতে সাতজন অভিজ্ঞ ডাক্তার দ্বারা এলাকাবাসীদের রক্তচাপ মাপা, স্ত্রীরোগের চিকিৎসা, শিশুরোগ বিশেষজ্ঞ, দন্তরোগের চিকিৎসা সহ অন্যান্য স্বাস্থ্যপরীক্ষা করে কিছু ওষুধ বিতরণ করা হয়। এছাড়াও এই ক্যাম্পের ল্যাব থেকে রক্তের গ্রুপ টেস্ট, সুগার টেস্টের ব্যাবস্থা করা হয়েছিল। এদিন এই ক্যাম্পে ২০০ জনেরও বেশি মানুষকে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। এ বিষয়ে ক্লাবের সদস্যরা জানিয়েছেন, আগামীদিনে আরও এইরকম সাংস্কৃতিক ক্রিয়াকলাপের আয়োজন করার জন্য সবরকম প্রচেষ্টা করতে মুখিয়ে থাকবে ক্লাবের সকল সদস্যবৃন্দ।