আমাদের ভারত, ১৪ ডিসেম্বর: দুর্ঘনার জেরে ক্ষিপ্ত বাসিন্দাদের রাস্তা অবরোধ সোদপুরের রাসমণি মোড়ে। শনিবার দুপুরে রাসমণি মোড় সংলগ্ন একফোর্ড রোডে এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে একটি মালবাহী ট্রাক। ঘটনায় গুরুতর জখম হন ওই সাইকেল আরোহী। এরপরেই ক্ষিপ্ত হয়ে দীর্ঘক্ষণ রাসমণি মোড় অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।
প্রসঙ্গত, বেশ কয়েক বছর ধরে সোদপুর ফ্লাই ওভার দিয়ে ভারি যান চলাচল নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। ফলে সমস্ত মালবাহী ট্রাক ও অন্যান্য যানবাহন বিটি রোডের গির্জা মোড় থেকে একফোর্ড রোড দিয়ে যাতায়াত করে। দীর্ঘদিন ধরে পন্যবাহী ট্রাক যাতায়াতের ফলে একফোর্ড রোডটি বেহাল দশায় পরিণত হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বেহাল রাস্তার কারণে মাঝে মধ্যেই দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারী থেকে স্থানীয়রা। দুর্ঘটনার জেরে অনেকেই জখম হয়েছে। তাছাড়া একজনের মৃত্যুও হয়েছে। কিন্তু পুরসভা ও প্রশাসনের কাছে দরবার করেও কোনো সুরাহা মেলেনি। তাই বাধ্য হয়েই তারা রাস্তা অবরোধে সামিল হয়েছেন। বিক্ষোভকারীদের দাবি, যতক্ষণ না পর্যন্ত প্রশাসন এই রাস্তা দিয়ে পন্যবাহী যানবাহন চলাচল বন্ধ করছে ততক্ষণ তারা পথ অবরোধ চালিয়ে যাবেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়দহ থানার পুলিশ। প্রায় দু’ ঘন্টা পর পুলিশি আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয় বাসিন্দারা।