পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ ডিসেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকে অনুষ্ঠিত হয়ে গেল শিল্পের সমাধান ক্যাম্প। স্টুডেন্ট ক্রেডিট কার্ড, মহিলা সমৃদ্ধি যোজনা থেকে শুরু করে উৎকর্ষ বাংলা, জব ফেয়ারের মতো জনকল্যাণমুখী কর্মসূচির ডালি নিয়ে হাজির ছিল জেলা শিল্প উদ্যোগ নিগম। তাঁতিদের বিশেষ ঋণদানের পাশাপাশি ছোট ছোট
শিল্পগুলির পাশে দাঁড়াতেই রাজ্য সরকারের এই উদ্যোগ বলে জানাগেছে। ব্লকের সর্বত্র শিল্পের সমাধান ক্যাম্প নিয়ে উদ্দীপনা ছিল তুঙ্গে।
ব্লকের অনেক শিল্পী এই ক্যাম্পে অংশগ্রহণ করেন এবং ঋণের জন্য আবেদন করেন। কেউ স্টিলের আলমারি তৈরি করেন, কেউ কাঠের কাজে যুক্ত, কেউ বা ধূপকাঠি বানান। কেউ পাঁপড় তৈরি করে জীবিকা নির্বাহ করেন। এই ক্যাম্পের মাধ্যমে সকলে উপকৃত হবেন। বলে আশাবাদী প্রশাসন।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ থেকে উৎকর্ষ বাংলার মাধ্যমে কেউ প্রশিক্ষণ গ্রহণ করলে তাকে মাসিক ১৫০০ টাকা অনুদানের পাশাপাশি সমস্ত রকম প্রশাসনিক সহযোগিতা করা হবে। গ্রিন পলিউশন লাইসেন্স এবং হোয়াইট পলিউশন লাইসেন্সের সমস্ত রকম সহযোগিতা এই শিল্পের সমাধান ক্যাম্প থেকে করা যাবে বলে জানানো হয়েছে ডিআইসির তরফে।
ডিআইসির তরফে প্রসূন ঘোষ (ম্যানেজার ডিআইসি) নিজে উপস্থিত থেকে গড়বেতা তিন নম্বর ব্লকের শিল্পের সমাধান ক্যাম্পটি নজরদারি করেন। তিনি গড়বেতা তিন নম্বর ব্লক প্রশাসনের সহযোগিতা ও স্বতঃস্ফূর্ততা দেখে আপ্লুত হয়ে যান।
নবকলা গ্রামের বাসিন্দা হাবিবুল্লা শেখ দীর্ঘদিন ধরে কাঠের কাজে যুক্ত। তিনি এই এই ক্যাম্পে এসে অভিভূত হয়ে পড়েন। তিনি বলেন যে, এক ছাদের নিচে এত কিছু পরিষেবা পেয়ে আমার খুব ভালো হলো। অনেক উপকার পেলাম। যে কাগজপত্র বানাতে তিন মাস লাগত তা একদিনে হয়ে গেলো। একই সুর বড়ডাবচা গ্রামের পাপিয়া মাহাতোর গলাতেও। তিনি পাঁপড় তৈরি করে বিক্রি করেন। তাঁর বক্তব্য, এই ক্যাম্পে অনেক কিছু শিখলাম জানলাম। এই ক্যাম্প আগামী দিনে কতটা সামাজিক প্রতিফলন ঘটায় সেটায় এখন দেখার।