Kolkata, Municipality, কলকাতায় খাটাল সমস্যা নিরসনে পুরসভার ক্ষমতা নেই, সাফাই মেয়রের

আমাদের ভারত, কলকাতা, ১৩ ডিসেম্বর: কলকাতায় খাটাল সমস্যায় পুরসভার দায় এড়িয়ে গেলেন মেয়র ফিরহাদ হাকিম। শুক্রবার ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে তিনি ওই ভাবনার নিয়ে মন্তব্য করেছেন।

বস্তুত, আনন্দপুর, কাশীপুর, উল্টোডাঙা, বেহালা, তপসিয়া, তিলজলা প্রভৃতি এলাকায় খাটালের সমস্যা নিয়ে দীর্ঘ দিনের অভিযোগ সেখানকার বাসিন্দাদের। অনেকে ‘টক টু মেয়র’-এ ফোন করে খাটাল নিয়ে অভিযোগ জানান। অভিযোগ, নর্দমায় খাটালের বর্জ্য জমে থাকার ফলে জল বার হচ্ছে না। সেই জল জমে খাটালের বর্জ্য ভেসে বেড়াচ্ছে। দুর্গন্ধে ভরে যাচ্ছে গোটা এলাকা।

বাসিন্দারা অভিযোগ করেছেন, গরু-মহিষের বর্জ্য পদার্থের দুর্গন্ধে কার্যত সেখানে থাকা তাদের পক্ষে অসম্ভব হয়ে উঠছে। বারবার বলা সত্ত্বেও কোনও কাজ হচ্ছে না। এই অবস্থায় গত কয়েক বছরে শহরের বুকে কী ভাবে বেআইনি খাটাল তৈরি হচ্ছে, তা-ই নিয়ে প্রশ্ন উঠছে। পুরসভার নজরদারির অভাবের অভিযোগ উঠেছে।

তবে এই সমস্ত সমস্যা এবং অভিযোগ প্রসঙ্গে মেয়র বলেন, “ক্যাটল ডিভিশনকে চিঠি দিতে হবে খাটাল আছে বলে। কলকাতা পুরসভার কোনও ক্ষমতা নেই এতে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *