Kaustav Bagchi, BJP, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সোশ্যাল সাইটে কুরুচিকর পোস্টের অভিযোগ, টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের বিজেপি নেতা কৌস্তভ বাগচীর বিরুদ্ধে

আমাদের ভারত, ব্যারাকপুর, ১ জুন: মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সোশ্যাল সাইটে কুরুচিকর পোস্টের অভিযোগ বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে।

প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর বাংলার সফরকে নিয়ে কড়া মন্তব্য করেছিলেন। আর তারপর কৌস্তব বাগচী তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বেশ কিছু কথা লেখেন, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অতীত নিয়ে কিছু কুরুচিকর মন্তব্য করেছেন। সেটা নিয়ে বেশ জল ঘোলা হয়েছে। এরপরই টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়েছে এই বিজেপি নেতার বিরুদ্ধে। যদিও তাঁর দাবি, একটি বইতে যা লেখা আছে সেটাই তিনি বলেছেন তার সোশ্যাল সাইটে। তবে এদিন এই বিজেপি নেতা স্পষ্ট করে জানিয়ে দেন যে, পুলিশের চোখ রাঙানিতে তিনি মোটেও ভীত নন। কারণ এর আগেও পুলিশ তার বাড়ি এসে তাকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছিল।

তিনি এদিন পুলিশকে স্বাগত জানিয়ে বলেন, “আমি এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলেছিলাম। তখনো মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে আমাকে পুলিশ দিয়ে অপদস্ত করেছিল। আমার বাড়িতে রাতের অন্ধকারে এসে হানা দিয়ে আমাকে তুলে নিয়ে গেছিল পুলিশ। শুনলাম এবারও ওপর থেকে চাপ রয়েছে আমার বিরুদ্ধে মামলা করে আমাকে গ্রেপ্তার করার। সেই মত কোনো মহিলা অভিযোগ করেছে। পুলিশ আমার বাড়ি আসলে আমি তাদের সাদরে আমন্ত্রণ জানাবো। কিন্তু সেই বারেও তারা তুলে নিয়ে গেছিল, কিন্তু কিছু করতে পারেনি। এবারও তারা কিছুই করতে পারবে না। আমি খুব ভালো করেই জানি যে বইটার ভিত্তিতে আমি কথাগুলো বলেছি সেটা কতটা আইন সম্মত। একটা বইয়ের ভিত্তিতে যখন লিখেছি সেটা কোথায় মিথ্যে, সেটা নিয়েই আমি আদালতে সওয়াল করবো। আমি জানি আমি কীভাবে ন্যায় বিচার পাবো। এবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে চুন কালী পড়বে। তবে আমি আইনি লড়াই লড়তে প্রস্তুত। তবে যে বইটিকে ধরে আমি মন্তব্য করেছি, সেটা কিন্তু ব্যান্ড হয়ে যাওয়া কোনো বই নয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *