আমাদের ভারত, ১৯ সেপ্টেম্বর:
আর জি কর–এ চিকিৎসক তরুণীর খুন ধর্ষণের মামলায় উত্তাল গোটা বাংলা। পিছিয়ে নেই টলি তারকারাও। প্রতিবাদ করতে গিয়ে খবরে উঠে এসেছেন অনেকেই। এবার সেই তালিকায় আবার নাম উঠে এলো ঋত্বিক চক্রবর্তীর। পথে নেমে প্রতিবাদ জানানোর পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও সর্বক্ষণ সোচ্চার এই অভিনেতা। তৃণমূল সাংসদ সৌগত রায় জুনিয়র ডাক্তারদের খালিস্তানি জঙ্গি ভিন্দ্রানাওয়ালের সঙ্গে তুলনা করেছেন। তার প্রতিবাদে কড়া ভাষায় পাল্টা জবাব দিয়েছেন ঋত্বিক চক্রবর্তী।
শাসকদলের সংসদ সৌগত রায়ের বিরুদ্ধে গর্জে উঠে অভিনেতা নিজে সোশ্যাল মিডিয়ায় লেখেন , আপনারা তাহলে নিশ্চয়ই ঘুষ দিয়ে ডাক্তার হওয়ার পক্ষে? থ্রেট দিয়ে নম্বর বাড়ানোর সঙ্গেই আছেন তো? নিরাপত্তাহীনতার ডাক্তারদের কেমন লাগে দেখতে খুব উৎসাহী? স্বাস্থ্য ব্যবস্থায় অনিয়ম চললেও চোখ বন্ধ রাখার আন্তরিক তাগিদ অনুভব করেন? এই জুনিয়ার ডাক্তারদের আন্দোলনের বিপক্ষে আপনারা? ঋত্বিকের পাশে দাঁড়িয়েছেন বহু সাধারণ মানুষ। সমর্থন করেছেন তাঁকে।
প্রসঙ্গত, আর জি করে খুনে হয়ে যাওয়া তরুণী চিকিৎসকের বাড়ি সৌগত রায়ের নির্বাচনী এলাকাতেই। সেই সৌগত রায় জুনিয়র চিকিৎসদের দাবি মানা প্রসঙ্গে বলেছেন, এটা চিকিৎসকদের জয় বলে মনে করি না। তাঁর কথায় সারারাত মোমবাতি নিয়ে বসে থাকলে সরকার বদলানো যায় নাকি?” পুলিশ কমিশনারের বদলি ও স্বাস্থ্য দফতরের অধিকারিকদের বদলির নির্দেশ নিয়ে তিনি বলেন, “ট্রান্সফার নিয়ে ডিসকো নাচছিল কিনা জানি না। ৩-৪ জন অফিসার ট্রান্সফার হয়েছে তারা তো পার্মানেন্ট। এক জায়গায় না হলে অন্য জায়গায় চাকরি করবেন। আন্দোলনকারীরা নিজেদের কি ভাবছেন? ভিন্দ্রানেওয়ালে? নিজেদের বড় বিপ্লবী মনে করছেন তারা?” তাদের নাবালক বলে কটাক্ষ করেছেন সৌগত রায়। জুনিয়র চিকিৎসকদের তিনি বলেন, “ডাফরি বাজিয়ে ডিসকো ড্যান্স করছে। ওদের দিনতো প্রায় ফুরিয়েই এলো। এরপর উচ্চ শিক্ষার জন্য বছরের পর বছর অপেক্ষা করতে হবে চান্স পাওয়ার জন্য। আর না হলে নিজের পাড়ায় একটা চেম্বার করে বসতে হবে।”
১২ আগস্ট থেকে চলছে আন্দোলন, ১৪ আগস্ট হয়েছিল রাত দখল। আর জি কর ঘটনার প্রতিবাদে পথে নেমেছিল প্রায় সকলেই। ডাক্তারা এই আন্দোলন শুরু করলেও তাতে অংশ নেন সকল নাগরিক। পা মেলান বহু টলি তারকারা ও তাদের অ্যাসোসিয়েশন। ছোট পর্দা থেকে বড় পর্দা সকল তারকাদেরই দেখা গিয়েছিল মিছিলে। পথে ছাড়াও সোশ্যাল মিডিয়াতেও সোচ্চার অনেকেই। এবার আবারো প্রতিবাদ করে খবরে শিরোনামে উঠে এলেন ঋত্বিক। ডাক্তারদের হয়ে কথা বললেন অভিনেতা।