National flag জাতীয় পতাকার অবমাননা! তিরাঙ্গায় অশোক চক্রের বদলে আরবি ভাষায় কলমা লেখা, প্রতিবাদে সরব বিশ্ব হিন্দু পরিষদ

আমাদের ভারত, ১৯ সেপ্টেম্বর:
জাতীয় পতাকায় চূড়ান্ত অবমাননার অভিযোগ উঠল ইসলাম ধর্মাবলম্বী বেশ কিছু মানুষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে। জাতীয় পতাকার মাঝখানে অবস্থিত অশোক চক্রের বদলে সেখানে আরবি ভাষায় কলমা লিখে দেন বলে অভিযোগ। এরপর সেই বিকৃত জাতীয় পতাকা প্রকাশ্যে উত্তোলনও করা হয়। ঘটনার প্রতিবাদে সরব হয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। যারা এই কাণ্ড ঘটিয়েছে তাদের হুঁশিয়ারি দেওয়া হয়েছে পরিষদের তরফে।

মধ্যপ্রদেশের ছতরপুর জেলার ঘুবারা তহশিলের অন্তর্গত পণয়া গ্রামের কিছু ইসলাম ধর্মাবলম্বী বাসিন্দা এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গেছে, জাতীয় পতাকার অবমাননার বিষয়টি প্রথম তাদের নজরে আনেন অমন সাহু নামে এক ব্যক্তি। তিনি বিশ্ব হিন্দু পরিষদের একজন কার্যকর্তা। তাঁর আবেদনের ভিত্তিতে পুলিশ অভিযোগ দায়ের করে। ১৯৭১ সালে ২ নম্বর ধারা অনুসারে মামলার রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। পুলিশের কাছে জমা দেওয়া অভিযোগ পত্রে অমন শাহু লিখেছেন, তিরাঙ্গায় অশোক চক্রের বদলে আরবি ভাষায় কলমা লেখা হয়েছে। জাতীয় পতাকার অবমাননা এটি।

ঘটনায় বিশ্ব হিন্দু পরিষদ দাবি করেছে, দ্রুততার সঙ্গে পুরো ঘটনার তদন্ত করে দোষীদের চিহ্নিত করে তাদের কঠোর শাস্তি না দেওয়া হলে সংগঠনের পক্ষ থেকে তীব্র আন্দোলন শুরু করা হবে। এভাবে জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে, যা কোনও অবস্থাতেই বরদাস্ত করা হবে না।

তাদের দাবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশকিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে, যাতে দেখা যাচ্ছে ওই বিকৃত জাতীয় পতাকা উড়ছে, যার সাদা অংশে অশোক চক্র নেই, লেখা রয়েছে কলমা।

পুলিশ জানিয়েছে, অত্যন্ত গুরুত্ব সহকারে ও তৎপরতার সঙ্গে ঘটনার তদন্ত করছেন তাঁরা। এর পেছনে কোনঈ গভীর ষড়যন্ত্র রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

One thought on “National flag জাতীয় পতাকার অবমাননা! তিরাঙ্গায় অশোক চক্রের বদলে আরবি ভাষায় কলমা লেখা, প্রতিবাদে সরব বিশ্ব হিন্দু পরিষদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *