আমাদের ভারত, কলকাতা, ১৯ সেপ্টেম্বর: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি ডাঃ সুদীপ্ত রায়ের অবিলম্বে বরখাস্ত দাবি করেছে পিপল ফর বেটার ট্রিটমেন্ট (পিবিটি)। বুধবার মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এ ব্যাপারে সংগঠনের তরফে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। ডাঃ রায়ের বাড়ি এবং নার্সিংহোমে গতকাল কেন্দ্রীয় গোয়েন্দারা হানা দিয়ে বহু নথি জোগার করেছে। সেগুলোর সঙ্গে আর জি কর হাসপাতালের দুর্নীতির সম্পর্ক রয়েছে বলে অনুমান করা হচ্ছে।
পিবিটি-র সভাপতি ডাঃ কুণাল সাহা বলেন, ভারতের মেডিক্যাল কাউন্সিলের দুর্নীতির সাথে ডাঃ রায়ের আগেও যোগ ছিল। সে সময় সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন (সিভিসি) তাঁর এবং আরও কয়েকজন ডাক্তারের বিরুদ্ধে অপরাধমূলক কাজের জন্য ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়।
পিবিটি-র সভাপতি মুখ্যমন্ত্রীকে চিঠিতে লিখেছেন, বর্তমান রাজ্য মেডিক্যাল কাউন্সিলের আরও দুই সদস্য ডাঃ অভিক দে এবং ডাঃ বিরুপাক্ষ বিশ্বাসকে আর জি কর হাসপাতালের ঘটনায় জড়িত থাকার সন্দেহে সাসপেন্ড করা হয়েছে। ডাঃ সুদীপ্ত রায়কে কাউন্সিল থেকে বাদ না দিলে আরও বড় আন্দোলনে নামা হবে।