আশিস মণ্ডল, আমাদের ভারত, সিউড়ি, ২৬ সেপ্টেম্বর: বাস থেকে উদ্ধার করা হলো প্রায় সাত টন কয়লা। উদ্ধার হওয়া কয়লার দাবিদার না থাকায় পুলিশ কয়লা বাজেয়াপ্ত করেছে। বাস, বাসের চালক, খালাসি ও হেল্পারকে আটক করে সিউড়ি থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার গোপন সূত্রে পুলিশ খবর পায় আসানসোল থেকে জঙ্গিপুরগামী বাসের মধ্যে কয়লা বোঝাই করে পাচার করা হচ্ছে। সেই মতো এদিন দুপুরে ১৪ নম্বর জাতীয় সড়কের উপর সিউড়ির কালিকান্দর বাস স্টপেজের কাছে বাসটিকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে বাসের ভিতর এবং ছাদ থেকে বস্তা বন্দি প্রায় সাত টন কয়লা উদ্ধার করা হয়।
বাসের নিত্যযাত্রীরা জানিয়েছেন, ওই বাসে প্রায় এভাবে কয়লা পাচার করা হয়। পান্ডবেশ্বর থেকে ওই কয়লার বস্তা বাসে তোলা হয়েছিল। এমনকি মাঝেমধ্যে দুবরাজপুর থেকেও কয়লা বাসে চাপানো হয় বলে যাত্রীরা পুলিশকে জানিয়েছেন। কয়লার প্রকৃত মালিককে না পাওয়ায় পুলিশ বাসের চালক, খালাসি এবং কন্ডাক্টরকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। তাদের জিজ্ঞাসাবাদ করে পাচারকারিদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।