Bridge collapsed, Jhumi river, বাইক নিয়ে পার হওয়ার সময় ভেঙ্গে পড়লো ঝুমি নদীর উপরে থাকা সাঁকো, বরাত জোরে প্রাণ বাঁচলো চালকের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ অক্টোবর: প্রবল বর্ষণে ঘাটালের মনসুকা এলাকার ঝুমি নদীর উপরে থাকা স্কুল ঘাট লাগোয়া সাঁকোটি হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়লো নদীর জলে। গুরুত্বপূর্ণ এই সাঁকোটি ভেঙ্গে পড়ায় চরম সমস্যায় পড়েছে দুই জেলার সাধারণ মানুষজন।

প্রতিদিন এই সাঁকো দিয়ে হুগলি ও পশ্চিম মেদিনীপুর জেলার বহু মানুষ যাতায়াত করে থাকেন। সাঁকোটি ভেঙ্গে যাবার সময় একটি বাইক ও বেশ কয়েকজন সাধারণ মানুষ যাতায়াত করছিলেন। কোনরকমে ভাঙ্গা সেতুর অংশ ধরে পাড়ে এসে পৌঁছোন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *