পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ সেপ্টেম্বর: পথ দুর্ঘটনায় মৃত্যু হল পিংলা পঞ্চায়েত সমিতির শিশু ও নারী কল্যাণ কর্মাধ্যক্ষের। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকালে পিংলা থানার কুসুমদা গ্ৰাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অপর্ণা বাকলি (৪০)। বাড়ি পিংলা থানার কুসুমদা গ্ৰাম পঞ্চায়েতের দুজিপুর এলাকায়।
জানা গিয়েছে, এদিন বিকেলে তিনি এক পরিচিতের মোটর বাইকের পেছনে চেপে পিংলা ব্লক কার্যালয়ে যাচ্ছিলেন। রাস্তায় প্রথম বাম্পার পেরনোর পর দ্বিতীয় বাম্পার পার হওয়ার সময় তিনি কোনোভাবে বাইক থেকে পড়ে যান। মাথার পেছনে চোট লাগে। দ্রুত তাঁকে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পর কর্মরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে ঘটনার খবর জানাজানি হওয়ার পর গোটা পিংলা ব্লকজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পিংলার বিধায়ক তথা জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি ঘটনায় শোক প্রকাশ করে বলেন, ”অত্যন্ত দুর্ভাগ্যজনক ও দুঃখজনক ঘটনা। আমরা সকলে ওঁর পরিবারের পাশে রয়েছি। তাঁর মৃত্যুতে পঞ্চায়েত সমিতি একজন দক্ষ কর্মাধ্যক্ষকে হারালো। তার সাথে দল একজন ভালো কর্মীকে হারালো। এই ক্ষতি অপূরণীয়।”