Workshop, Narendrapur, ‘উচ্চশিক্ষায় বাংলা পাঠ্যপুস্তক লিখন’, নরেন্দ্রপুরে দুদিনের কর্মশালা

অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, ২৭ সেপ্টেম্বর: উচ্চশিক্ষায় বাংলা পাঠ্যপুস্তক লিখন নিয়ে দু’দিনের এক প্রারম্ভিক কর্মশালার আয়োজন করা হয়েছে দক্ষণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে। রামকৃষ্ণ মিশনের মা সারদা হলে কর্মশালা হবে ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর।

কেন্দ্রীয় সরকার বেশ কয়েকটি পর্যায়ে জাতীয় শিক্ষানীতি রূপায়ণের পরিকল্পনা করেছে। শিক্ষানীতিতে স্থানীয় বা প্রাদেশিক বিভিন্ন ভাষায় পঠনপাঠনে গুরুত্ব দেওয়া হবে। নজর রাখা হবে বিভিন্ন ভাষায়, নানা বিষয়ের ওপর ভালো মানের পাঠ্যবইয়ের ওপর। সিলেবাস মেনে কীভাবে, কারা, কত দিনের মধ্যে বইগুলো লিখবেন, তা ঠিক করতে এবং তদারকির জন্য তৈরি হয়েছে বিশেষজ্ঞ কমিটি। কমিটিতে অন্যতম পরামর্শদাতা হিসাবে থাকবেন অভিজ্ঞ শিক্ষানুরাগীরা।

লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং নয়াদিল্লির ভারতীয় ভাষা সমিতির পৃষ্ঠপোষকতায় হবে নরেন্দ্রপুরে কর্মশালা। এর মূল আয়োজক বেলুড় মঠের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইন্সটিট্যুট (আরকেএমভিইআরআই)।

সোমবার কর্মশালার প্রথম ভাগে অংশগ্রহণকারী লেখকদের স্বাগত জানাবেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী শাস্ত্রজ্ঞানানন্দ। ‘ভারতীয় ভাষায় পাঠ্যপুস্তক— দর্শন, লক্ষ্য ও রূপরেখা’ নিয়ে বলবেন আরকেএমভিইআরআই-এর উপাচার্য তথা বাংলা ভাষা সংবর্ধন সমিতির নোডাল অফিসার স্বামী সর্বোত্তমানন্দ এবং ‘পাঠ্যপুস্তক লিখন— নীতি-নির্ধারণ’ নিয়ে বলবেন সাহিত্য একাডেমির বাংলা উপদেষ্টা বোর্ডের প্রাক্তন আহ্বায়ক, ভারতীয় ভাষা পরিষদের প্রাক্তন সভাপতি, বিশ্বভারতীর প্রকাশনা বিভাগের প্রাক্তন পরিচালক ডঃ রামকুমার মুখোপাধ্যায়।

ওই আলোচনায় জাতীয় শিক্ষানীতি এবং ভারতীয় জ্ঞানের ধারা, ভারতীয় ভাষায় পাঠ্যপুস্তক লেখার গুরুত্ব, স্থানীয় সংস্কৃতি ও জ্ঞানের ধারার সঙ্গে পাঠ্যপুস্তকের সূচীর নৈকট্য, বহুভাষিক শিক্ষার লক্ষ্য নির্ধারণ, ভাষাভিত্তিক পাঠ্যপুস্তক বিষয়সূচীর ভবিষ্যতের পথ, শিক্ষায় আঞ্চলিক ভাষাসমূহের উন্নয়নে সহযোগিতা প্রভৃতির ওপর আলোকপাত করবেন ওই দুই যশস্বী ব্যক্তিত্ব।

কর্মশালার দ্বিতীয় ভাগে আলোচনায় অংশ নেবেন বেলুর মঠের ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ, তথা রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দিরের প্রাক্তন অধ্যক্ষ স্বামী তত্ত্বসারানন্দ, হেরিটেজ ইন্সটিট্যুট অফ টেকনোলজির অধ্যক্ষ তথা প্রাক্তন উপাচার্য ডঃ বাসব চৌধুরী, আরকেএমভিইআরআই- এর পরীক্ষাসমূহের নিয়ামক স্বামী শাস্ত্রবিদ্যানন্দ, কর্মশালার প্রধান সমন্বয়কারী আরকেএমভিইআরআই-এর তমাল ব্রহ্মচারী,
স্বামী শাস্ত্রজ্ঞানানন্দ এবং ভারতীয় ভাষা সমিতির কোঅর্ডিনেটর ড: চন্দন শ্রীবাস্তব।

অনুষ্ঠানের দ্বিতীয় দিনে আলোচনায় থাকবেন অর্থনীতিবিদ তথা আইআইএফটি-র অধ্যাপক ডঃ সুগত মারজিৎ, বাবা সাহেব অম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির উপাচার্য ডঃ সোমা বন্দ্যোপাধ্যায়, ইউনিভার্সিটির উপাচার্য ডঃ সুরঞ্জন দাস, সিএসআইআর-আইআইসিবির এমিরিটাস অধ্যাপক ডঃ শ্যামল রায়, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির উপাচার্য ডঃ ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়, আরকেএমভিইআরআই-এর সহ আচার্য স্বামী আত্মপ্রিয়ানন্দ এবং আরকেএমভিইআরআই-এর নিবন্ধক স্বামী কালেশানন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *