পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৭ সেপ্টেম্বর: সবেমাত্র ভোরের আলো ফুটেছে। গ্রামবাসীরা ভরা নদীর দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। শাবক সহ ৩০ থেকে ৩৫টি হাতির একটি দল ভরা নদীতে সাঁতার দিচ্ছে নদীর এক পাড় থেকে অন্য পাড়ে যাওয়ার জন্য। শুক্রবার সকালে সেই চিত্রই ফুটে উঠল সুবর্ণরেখা নদীতে।
জানা গিয়েছে, ঝাড়গ্রাম জেলার অন্তর্গত খড়্গপুর বন বিভাগের কলাইকুন্ডা রেঞ্জের সাঁকরাইল বিটে ৩০ থেকে
৩৫টি হাতির একটি দল বেশ কয়েকদিন ধরে ছিল। আজ ভোরের আলো ফুটতেই শাবক সহ হাতির দলটি ভরা সুবর্ণরেখা নদীতে নেমে পড়ে। শাবকদের আগলে সাঁতার কেটে চাঁদাবিলা রেঞ্জের তপবনের জঙ্গলে চলে যায়।
নিম্নচাপের বৃষ্টি এবং ঝাড়খণ্ডের গালুড়ি জলাধার থেকে কিউসেক কিউসেক জল ছাড়ার কারণে ফুলে ফেঁপে উঠেছে সুবর্ণরেখা নদী। আর তার মধ্যেই বেশ কয়েকটি শাবক নিয়ে হাতির দলের সুবর্ণরেখা নদী পারাপারকে অতি ঝুঁকিপূর্ণ বলেই দাবি করছেন সকলেই।
গ্রামবাসী সূত্রে জানা গিয়েছে, শাবক সহ হাতির দলটি ভালোভাবেই নদী পারাপার করে তপবনের জঙ্গলে রয়েছে।