নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৩ ফেব্রুয়ারি:
ভয়ের কারণেই সিএএ’র বিরুদ্ধে আন্দোলনকারিদের উপর গুলি চালানো হয়েছে। সোমবার নবান্নে দাঁড়িয়ে এমনই অভিযোগ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ভয় দেখিয়ে সবাইকে চুপ করাতে চাইছে উগ্র হিন্দুত্ববাদিরা। দিল্লির জামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বন্দুকের ভয় দেখাতেই গুলি করা হয়েছে। তবে গুলি চালিয়ে মুখ বন্ধ করা যায় না বলে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
দিল্লিতে গুলি চালানোর জন্য নাম না করে বিজেপিকে দায়ী করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, খোদ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলছেন গুলি চালাবার কথা। বলছেন বিজেপির অনান্য নেতৃত্বও। তাই তাদের কথার প্রতিফলন দিল্লিতে দেখাগিয়েছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সিএএর বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ চলবে। কোনও বন্দুক প্রতিবাদের ভাষা কাড়তে পারবে না বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।