সিএএ ও এনআরসি নিয়ে পার্লামেন্টে প্রতিবাদ না করে রাস্তায় নেমে নাটক করছে তৃণমূল: মহম্মদ সেলিম

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৩ ফেব্রুয়ারি : মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল সিএএ ও এনআরসির বিরুদ্ধে প্রতিবাদ করছে না নাটক করছে। যেখানে প্রতিবাদ করার দরকার ছিল সেই পার্লামেন্টে উনি প্রতিবাদ করেননি এখন নাটক করছেন। আজ তমলুকে এনআরসি বিরুদ্ধে অবস্থান বিক্ষোভে এসে এই কথাগুলি বললেন সিপিএমের প্রাক্তন সাংসদ ও রাজ্য নেতৃত্ব মহম্মদ সেলিম। তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকার দেশকে ভাগ করতে চাইছে। আমরা এক করতে চাইছি।

আজ পূর্ব মেদিনীপুর জেলার সদর তমলুকের হাসপাতাল মোড়ে সিএএ ও এনআরসির বিরুদ্ধে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একটি গণঅবস্থান ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সকাল দশটা থেকে সন্ধ্যে ছয়টা পর্যন্ত এই অবস্থান-বিক্ষোভ হয়। এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখতে আসেন মহম্মদ সেলিম। এছাড়া উপস্থিত ছিলেন সিপিএমের জেলা সম্পাদক নিরঞ্জন সিহি এবং আরএসএসের পক্ষ থেকে অমৃত মাইতি, তমলুকের বিধায়ক অশোক দিন্দা, কোলাঘাটের বিধায়ক ইব্রাহিম আলি ও আরও অনেক নেতৃত্ব। এই বিক্ষোভ সমাবেশে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *