সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৪ ডিসেম্বর: সেচ দফতরে চাকরি দেওয়ার নাম করে ১২ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগে তিন সরকারি আধিকারিককে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমা এলাকার। পুলিশ জানিয়েছে, বনগাঁর রাওতারা আবদুল হাই মণ্ডল নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে, পুলিশ জানতে পারে বেশ কিছু সরকারি কর্মীরা এই চক্র চালাচ্ছিলেন। সেই চক্রের হদিশ পেয়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা বিভিন্ন পঞ্চায়েত অফিসের আধিকারিক বলে জানা যায়।
পুলিশ সূত্রের খবর, গত জুলাই মাসে বনগাঁর রাওতারা এলাকার বাসিন্দা আবদুল হাই মণ্ডল বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছিলেন। অভিযোগ, ২০১৯ সালে সেচ দপ্তরে চাকরি দেওয়ার নাম করে মোহর আলি মণ্ডল, বিশ্বজিৎ মণ্ডল ও সম্রাট চন্দ্র তাঁর কাছ থেকে ১২ লক্ষ টাকা নেন। দীর্ঘদিন হয়ে গেলেও চাকরি পাননি তিনি। আধিকারিকদের চাপ দিতে তাঁরা এক সময় চাকরির কাগজপত্র দেন। সেই নিয়ে আবদুল হাই মণ্ডল সংশ্লিষ্ট দপ্তরে গিয়েছিলেন। তখন জানা যায়, ওই কাগজপত্র আদপে ভুয়ো। বুঝতে পারেন, তিনি প্রতারিত হয়েছেন। এরপর তিনি বনগাঁ থানায় লিখিত অভিযোগ জানিয়েছিলেন।
বেশ কয়েক মাস ধরেই পুলিশ তাঁদের খোঁজ করছিল। তথ্যতালাশও চলছে থাকে। পুলিশ মোহর আলি মণ্ডলকে বাগদা থেকে গ্রেফতার করে। তাঁর দেওয়া সূত্র ধরেই সোমবার রাতে বিশ্বজিৎ মণ্ডলকে অশোকনগর থেকে গ্রেফতার করা হয়। সম্রাট চন্দ্রকে হাবড়ার বাণীপুর থেকে পাকড়াও করে বনগাঁ থানার পুলিশ। ধৃতদের মঙ্গলবার সকালে বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।