Accident, Mohanpur Bridge, মোহনপুর ব্রিজে স্টেট বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর জখম ১

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ ডিসেম্বর:মেদিনীপুর-খড়্গপুরের সংযোগস্থলে মোহনপুর ব্রিজে স্টেট বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ। গুরুতর জখম পিকআপ ভ্যানের চালক। সামান্য জখম হয়েছেন পিকাপ ভ্যানের খালাসিও। দু’জনকেই উদ্ধার করে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

এদিকে, সোমবার মধ্যরাতে মোহনপুর ব্রিজের ঠিক মাঝখানে এই দুর্ঘটনা ঘটায় ঘন্টাখানেক তীব্র যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে কোতোয়ালি থানার পুলিশ পৌঁছে দুর্ঘটনাগ্রস্থ দু’টি গাড়িকেই ক্রেনের সাহায্যে ব্রিজ থেকে সরিয়ে আনেন। তারপরই পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

জানা যায়, এদিন মধ্য রাতে খড়্গপুরের দিক থেকে মেদিনীপুর শহরের দিকে আসছিল একটি দূরপাল্লার স্টেট বাস। অপরদিকে, তীব্র গতিতে মেদিনীপুর শহর থেকে খড়্গপুরের দিকে যাচ্ছিল পিকাপ ভ্যানটি। ব্রিজের উপর মুখোমুখি সংঘর্ষ ঘটে। পিকাপ ভ্যানের চালক নিয়ন্ত্রণ হারানোর ফলেই দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালক রক্তাক্ত ও জখম হন। সামান্য জখম হন খালাসি। দু’জনকেই উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।

জানাগেছে, ওই পিকাপ ভ্যানের চালক খড়্গপুর শহরের ইন্দা এলাকার বাসিন্দা। ঘটনার তদন্ত শুরু করেছো পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *