পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ ডিসেম্বর: রাজ্যে প্রথম, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে আইন-শৃঙ্খলা রক্ষার জন্য “টকিং ড্রোন” ব্যবহার করার এক বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা পুলিশে টকিং ড্রোনের মাধ্যমে, “Early Warning System” প্রযুক্তি ব্যবহার করা শুরু হলো আজ থেকে।
রাজ্য পুলিশের এডিজি অশোক প্রসাদ আজ জেলায় টকিং ড্রোন পরিষেবার শুরু করেন। এই টকিং ড্রোনের মাধ্যমে প্রাকৃতিক বিপর্যয় ঘটলে অথবা কোনো ভিড় বা জনসমাবেশে বহু মানুষকে একসঙ্গে কোনো বার্তা দেবার দরকার পড়লে এই ড্রোন সিস্টেম ব্যবহার করা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। তিনি জানান, এই ড্রোনটি একটানা ৩৫ মিনিট প্রায় ২০০ ফুট উচ্চতা পর্যন্ত উড়ে গিয়ে কোনো বার্তা দিতে পারবে। ওয়াকি-টকির মাধ্যমে এই ড্রোনের সঙ্গে যোগাযোগ রক্ষা করা যাবে।