পার্থ খাঁড়া, আমাদের ভারত, ৩০ জানুয়ারি: মেদিনীপুর কলেজ (স্বশাসিত)- র গৌরবময় পথ চলার ১৫২ বছর পূর্তি এবং ১৫৩ বছরে পদার্পণের সূচনায় আজ উদযাপিত হলো কলেজের প্রতিষ্ঠা দিবস। কলেজের প্রথামাফিক আজকের দিনটি শুরু হয় প্রভাতফেরি দিয়ে। অংশ নেন কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মচারী, ছাত্রছাত্রী এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা। বর্ণাঢ্য শোভাযাত্রায় শরিক হয় শহরের মানুষরাও।
দিনের পরবর্তী ভাগে কলেজের বিবেকানন্দ হলে অনুষ্ঠিত হওয়া প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান। উদ্বোধন করেন কলেজ পরিচালন সমিতির প্রেসিডেন্ট ও সাহা ইন্সটিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের প্রাক্তন অধ্যাপক ডঃ অভিজিত চক্রবর্তী। অনুষ্ঠানে পৌরহিত্য করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ সুশান্ত কুমার চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীপুর পুরসভার পৌরপ্রধান শ্রী সৌমেন খান। উপস্থিত ছিলেন মেদিনীপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সত্যরঞ্জন ঘোষ, কলেজের দুই প্রাক্তন অধ্যক্ষ ডঃ প্রবীর কুমার চক্রবর্তী এবং ডঃ গোপাল চন্দ্র বেরা। উপস্থিত ছিলেন কলেজ পরিচালন সমিতির আভ্যন্তরীণ সদস্য ডঃ মাধবী মাইতি ও দিলীপ কুমার ভট্টাচার্য, ছিলেন কলেজের অ্যাকাডেমিক কাউন্সিলের মেম্বার সেক্রেটারি ডঃ তনুশ্রী পাল, ইন্টার্নাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের কো-অর্ডিনেটর ডঃ গৌতম ঘোষ এবং টিচার্স কাউন্সিলের সেক্রেটারি ডঃ পার্থ প্রতিম মাইতি। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপিকা ডঃ ব্রততী মুখার্জি।
প্রারম্ভিক ভাষণে সত্যরঞ্জন ঘোষ বিগত বছরে কলেজের অ্যাকাডেমিক, সাংস্কৃতিক এবং বিভিন্ন আঙ্গিকে পথ চলার নানা খতিয়ানের কথা তুলে ধরেন। ডঃ সুশান্ত কুমার চক্রবর্তী মেদিনীপুর কলেজের শিক্ষার উচ্চ মানের প্রশংসা করেন এবং সেই মান যাতে অক্ষুণ্ণ থাকে সে ব্যাপারে যত্ন নিতে বলেন। তাঁর ভাষণে ডঃ অভিজিত চক্রবর্তী মেদিনীপুর কলেজ যে ভারতের অ্যাকাডেমিক মানচিত্রে তার উজ্জ্বল স্থান ধরে রাখবে সে বিষয়েও আশা ব্যক্ত করেন। আজকের প্রতিষ্ঠা দিবসে বিগত শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ে কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়। মোট ২৬টি বিভাগে ৩৬ জন কৃতী ছাত্রছাত্রীকে এনডাওমেন্ট পুরস্কার দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগীতায় সাফল্য অর্জনকারী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের বহু প্রাক্তন শিক্ষক এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা। সবার উজ্জ্বল মুখ আজকের রৌদ্রজ্জ্বল দিনটিকে করে তুলেছিল আরো বর্ণময়।