আমাদের ভারত, ব্যারাকপুর, ৩০ জানুয়ারি: গুদাম মালিকের ওপর আক্রমণ ও আগ্নেয়াস্ত্র নিয়ে হুমকির ঘটনায় পুলিশকে পর্যাপ্ত ব্যবস্থার আর্জি জানাল গৃহমালিক সমিতি।
অস্ত্র আইনে ২৭ জানুয়ারি রাতে গ্রেফতার হয়েছেন ডি বাপি বিরিয়ানির অন্যতম কর্ণধার ও উত্তর ২৪ পরগনার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য অনির্বাণ দাস। গুদাম মালিককে মারধর ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। মধ্যমগ্রামের বাদামতলার বাসিন্দা ও পুরসভার কর্মী বিশ্বজিৎ দত্তর সঙ্গে গুদাম ভাড়া নিয়ে ১১ মাসের চুক্তি হয় ডি বাপি বিরিয়ানির অন্যতম কর্ণধার অনির্বাণ দাসের। চুক্তি শেষ হয়ে যাওয়ার পরেও ঘর ছাড়েন না তিনি। উল্টে গুদামের মালিককে মারধর ও নিরাপত্তা রক্ষীর আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখান অনির্বাণ। মধ্যমগ্রাম থানায় অভিযোগ দায়ের হয়।
এ ব্যাপারে ‘দি ক্যালকাটা হাউস ওনার্স অ্যাসোসিয়েশনের’ তরফে কড়া প্রতিবাদ করা হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক সুকুমার রক্ষিত বুধবার বেশি রাতে মধ্যমগ্রাম থানার ওসি-কে মেলবার্তায় লিখেছেন, “একজন রাজনৈতিক কর্মীর এই দুঃসাহস এবং ঔদ্ধত্য হয় কী করে? দলের তরফে কি তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে?” এর প্রতিলিপি দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্রসচিবকে এবং উত্তর ২৪ পরগনার পুলিশ সুপারকে।
মেলে সুকুমারবাবু লিখেছেন, “নিরাপত্তার জন্য মানুষ পুলিশের ওপরেই নির্ভরশীল। পুলিশের নরম মনোভাব জনরোষ তৈরি করবে। দুর্বল হয়ে পড়বে সামাজিক অনুশাসন। এখানে অভিযুক্তর বিরুদ্ধে দোষ প্রমাণের জন্য যথোপযুক্ত নথিপত্র তৈরিতে উদ্যোগী হওয়ার অনুরোধ করছি।”