আমাদের ভারত, নদিয়া, ৩০ জানুয়ারি: মহাকুম্ভে গিয়ে স্নান করতে নেমে নিখোঁজ নদিয়ার ধানতলা থানা এলাকার বঙ্কিমনগর গ্রামের বছর ৬১-র গোপীনাথ দত্ত। উদ্বিগ্ন পরিবার। মহাকুম্ভে পদপিষ্টের দিন বাকি তিন সঙ্গীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দুশ্চিন্তায় পড়ে যান গোপীনাথ দত্তের পরিবার। এরপর মহাকুম্ভে স্নান করতে যাওয়া এক বাঙালি পুন্যার্থীর সহযোগিতায় পরিবার ও সঙ্গীদের সঙ্গে যোগাযোগ করা সম্ভবপর হয়। প্রায় ১০ ঘণ্টা নিখোঁজ হয়ে যাওয়ায় রীতিমতো দুশ্চিন্তায় পড়ে যান পরিবারের লোকজন। যতক্ষণ পর্যন্ত বাড়িতে না ফিরছেন ততক্ষণ দুশ্চিন্তা থেকেই যাবে বলে জানান পরিবারের সদস্যরা।
অপর দিকে মহাকুম্বে পূণ্যস্নান করতে গিয়ে নিখোঁজ নদিয়ার রানাঘাট পৌর এলাকার কুড়ি নম্বর ওয়ার্ডের তালপুকুর পাড়ার বাসিন্দা সুমিত্রা পাল। পরিবার সূত্রে খবর, স্নান করতে গিয়েছিলেন, তারপর গত মঙ্গলবার পরিবারের সঙ্গে তার শেষ কথা হয়। এরপর পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বছর ৫০- এর ওই মহিলার সঙ্গে তার পরিবারের। সুমিত্রা পালের ঘরে ফেরার অপেক্ষায় রয়েছে পরিবার।