Clay artist, Midnapur, সরস্বতী পুজোর আগে চরম ব্যস্ত মেদিনীপুরের মৃৎ শিল্পীরা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ জানুয়ারি: হাতে আর মাত্র কয়েকদিন, তারপরই সরস্বতী বন্দনায় মাতবে গোটা বাংলার মানুষ। কারণ বাংলার ছেলে-মেয়েদের কাছে সরস্বতী পুজোর আনন্দটা একদম অন্যরকম। পুজোর আগে এখন চরম ব্যস্ততার ছবি লক্ষ্য করা যাচ্ছে মাটির প্রতিমা তৈরির কারখানা গুলিতে। মৃৎশিল্পীরা এখন নাওয়া খাওয়া ছেড়ে ব্যস্ত সরস্বতী প্রতিমা তৈরির কাজে।

স্কুল- কলেজ, পাড়ার মোড়, ক্লাব সব জায়গাতেই হয় সরস্বতী পুজো। আর তাই অর্ডারও আসছে অনেক বেশি। এখন সরস্বতী প্রতিমা বানিয়ে দু’পয়সা লাভের মুখ দেখতে চান মৃৎ শিল্পীরা। পাল্লা দিয়ে জোর কদমে প্রতিমা তৈরির কাজ চলছে। তাই চরম ব্যস্ততা মৃৎ শিল্পীদের মধ্যে।

মৃৎ শিল্পীরা জানিয়েছেন, এবার যেমন পুজোর সংখ্যা বেড়েছে, তেমনই বেড়েছে ভালো প্রতিমার চাহিদা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *