আমাদের ভারত, ২ সেপ্টেম্বর: শেষ পর্যন্ত প্রতীক্ষার অবসান। আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার হলেন আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।
সল্টলেকের সিজিও দফতরে চলছিল তাঁর জিজ্ঞাসাবাদ। তার মধ্যেই সোমবার সন্ধ্যায় সেখান থেকে বার করে আনা হয় তাঁকে। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। কেন তাঁকে নিয়ে আসা হলো নিজ়াম প্যালেসে সেই নিয়ে ওঠে প্রশ্ন। তিনি নিজ়াম প্যালেসে পৌঁছনোর আগেই সেই জায়গা ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর সদস্যেরা।
মাঝে শনি এবং রবিবারের বিরতির পর সোমবার ভোর থেকে সিজিও দফতরে জিজ্ঞাসাবাদ চলছিল সন্দীপের। তার মাঝে আচমকা সোমবার সন্ধ্যায় তাঁকে আনা হয় নিজাম প্যালেসে। সেখানে দুর্নীতি দমন শাখার আধিকারিকরা গ্রেফতার করেন তাঁকে।
এর আগে, এদিন জেরার মাঝে সন্দীপ ঘোষকে সল্টলেক সিজিও কমপ্লেক্স থেকে গাড়িতে চাপিয়ে নিজাম প্যালেসে নিয়ে আসে সিবিআই।
অনুমান, নিজাম প্যালেসে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। সোমবার সকালেও সন্দীপ ঘোষ সিজিও-তে আসেন। ১৫-তম দিন তাঁকে জেরা করার পর নিজাম প্যালেসে নিয়ে আসার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।