সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২ সেপ্টেম্বর: আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং রাজ্যে মহিলাদের সুরক্ষার দাবিতে আজ বাঁকুড়া জেলা বিজেপির উদ্যোগে জেলা শাসকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়।
আজ দুপুরে লালবাজার থেকে পদযাত্রা করে কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক জেলা শাসকের দপ্তরের সামনে হাজির হয়। শান্তি শৃঙ্খলা রক্ষায় পুরো জেলাশাসকের দপ্তর নিরাপত্তায় ঘিরে ফেলা হয়।মিছিল মাচানতলা মোড় পেরিয়ে কড়া পুলিশি নিরাপত্তায় জেলা শাসকের দপ্তরের দিকে এগিয়ে যেতেই পুলিশ মিছিলের গতিরোধ করলে উত্তেজনার সৃষ্টি হয়।
মিছিলে নেতৃত্বদানকারী প্রাক্তন সাংসদ ডাঃ সুভাষ সরকার, বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্র মন্ডল, বিজেপি নেতা সুজিত অগস্হি, মহিলা নেত্রী সেখানেই অবস্থান করেন। সেখানে গত ৯ আগস্ট ঘটে যাওয়া নারকীয় ঘটনার উল্লেখ করে এই ঘটনায় দোষীদের আড়াল করার অপচেষ্টা চালাচ্ছে। এই ঘটনায় রাজ্যের শাসক দলের ভূমিকার কড়া সমালোচনা করেন ডাঃ সুভাষ সরকার।তিনি বলেন, বাংলার আপামর জনসাধারণ এই ঘটনায় প্রতিবাদে সোচ্চার। সরকারকে এর জবাব দিতেই হবে।
এদিনের বিক্ষোভ সমাবেশে সুজিত অগস্হি, ওন্দার বিধায়ক অমর শাখা, সুনীল রুদ্র মন্ডল বক্তব্য রাখেন।