পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই প্রচারের ঝড় তুলছেন ঘাটাল লোকসভা কেন্দ্রের দুই শিবিরের দুই প্রার্থী। বৃহস্পতিবার সকাল থেকেই তৃণমূল কংগ্রেসের এবার লোকসভা নির্বাচনের প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব ঘাটাল মহকুমার অজবনগর কাজিরহাট সহ বিভিন্ন গ্রামীন এলাকায় প্রচার সারলেন।
অন্যদিকে বিজেপি প্রার্থী অভিনেতা তারকা হিরণ প্রথমে বরদা বিশালাক্ষী মন্দিরের পুজো দিলেন, তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিছু প্রশ্নের সোজা সাপটা উত্তর দিয়ে এলাকার আরো কয়েকটি মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ কর্মসূচিতে যোগদান করেন। অর্থাৎ শুক্রবার সকাল থেকেই দুই প্রার্থীর প্রচারে সরগরম হয়ে রইল ঘাটাল লোকসভা।