পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: এখনও অনেকটা দিন বাকি আছে। সবেতো শুরু করেছি। এর আগেও তো আমি দাঁতনে এসে ঘুরে গেছি। খুবই ভালো লাগছে। শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনে ভোট প্রচার ও জনসংযোগ কর্মসূচিতে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের তারকা প্রার্থী জুন মালিয়া। তিনি জানিয়েছেন, খুবই ভালো লাগছে। সমস্ত মহিলারা এগিয়ে আসছেন। আপনারা দেখতেই পারছেন মানুষের ঢল নেমেছে।
তিনি আরও জানান, মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় বেরিয়ে আসছেন। গ্রামবাসীরা বাইরে থেকে বেরিয়ে এসে আমাকে থামিয়ে দিচ্ছে। মানুষ আমাদের সঙ্গেই রয়েছেন বলে আশাবাদী তৃণমূল প্রার্থী জুন মালিয়া।
এদিন জুন মালিয়াকে কাছ থেকে দেখতে পেয়ে আপ্লুত এলাকার বাসিন্দারা।