পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত শালবনি থানার জামদারগড় গ্রামে বিজেপি কর্মী সমর্থকদের খড়ের গাদা, গোয়ালঘর, খড়ের চালায় আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার গভীররাতে। শুক্রবার বেলা বারোটা নাগাদ ঘটনাস্থল পরিদর্শনে যান মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।
তিনি অভিযোগ করেন, শাসক দলের স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। তিনি বলেন, বকুয়ে যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল। ঠিক একই কায়দায় এই এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে আগুন লাগানোর চেষ্টা হয়েছে। পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিজেপি প্রার্থী। এই ঘটনায় শাসক দলের স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে শালবনী থানায় অভিযোগ দায়ের করেন অগ্নিমিত্রা পাল।
নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাস বা আতঙ্কের পরিবেশ তৈরি করার জন্যই শাসক দলের স্থানীয় নেতৃত্ব বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে অগ্নিসংযোগ করছে এমনটাই অভিযোগ বিজেপি নেতৃত্ব সহ বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের।
যদিও এবিষয়ে তৃণমূল নেতৃত্বের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও কোনো প্রতিক্রিয়া মেলেনি।