সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৩ জুলাই: সরকারি জায়গা ও ফুটপাত জবরদখল মুক্ত করতে অবশেষে আজ বুলডোজার নিয়ে অভিযান চালালো পুরসভা।
চুড়ান্ত সময়সীমা পার হওয়ার পর আজ সকালে পুরপ্রধান অলকাসেন মজুমদার পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলরদের নিয়ে আজ শহর পরিদর্শন করেন। বাঁকুড়া সদর থানার আইসিকে সঙ্গে নিয়ে সপারিষদ পুরপ্রধান মাচানতলা মোড় থেকে যাত্রা শুরু করেন। মাচানতলা থেকে সোজা বড়বাজার, সুভাষরোড ধরে রানীগঞ্জ মোড়ে হাজির হন। আজ রাস্তার দু’পাশে হকারদের দেখা না মিললেও কয়েকজন হকার রাস্তার একপাশে চা, লটারি, ফল বিক্রি করেন। পুরপ্রধান তাদের ফুটপাত ছেড়ে বিকল্প স্থান হিসাবে নতুন চটির কৃষকমান্ডিতে বসার নির্দেশ দেন।
দেখা যায়, বেশ কিছু দোকানদার এখনও পর্যন্ত ফুটপাত পুরোপুরি দখলমুক্ত করেননি। এমনকি ফুটপাত দখল করে দোকানে প্রবেশের জন্য সিড়িও বানিয়ে ফেলেছে কেউ। উপপুরপ্রধান হিরণ চট্টরাজকে তাদের এই বেআইনি কাজের জন্য তিরস্কার করতে দেখা যায়। তাদের ধমকও দেন। এরপর বুলডোজার দিয়ে সব পরিষ্কার করে দেওয়া হবে বলেও জানিয়ে দেন। সেই মত আজ বিকেলে বুলডোজারের সাহায্যে জবরদখল মুক্ত করার কাজ শুরু হয়।
পুরপ্রধান অলকাসেন মজুমদার বলেন, রাস্তা ও ফুটপাত জবরদখল মুক্ত করতে সব রকম প্রচেষ্টা চালানো হচ্ছে। আজ রানীগঞ্জ মোড় পর্যন্ত দেখা হলো, এরপর বাকি এলাকায় অভিযান চালানো হবে। রাস্তা দখলমুক্ত করতে পুরসভার এই উদ্যেগকে সাধুবাদ জানিয়েছেন শহরের অধিকাংশ নাগরিক। তাদের মতে আরোও আগেই এই পদক্ষেপ নেওয়া উচিত ছিল।অনেকেই আবার বলছেন, এর আগেও এরকম অভিযান চালিয়ে রাস্তা পরিষ্কার করা হয়েছে, ফের জবরদখল হয়েছে। এবারও কি তাই হবে? এই প্রশ্ন এখন মুখে মুখে চর্চা হচ্ছে।