পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২ জুলাই: ২১ জুলাই শহিদ সমাবেশের প্রস্তুতি বৈঠক হলো মেদিনীপুর ও ঘাটাল সংগঠনিক জেলা তৃণমূলের উদ্যোগে। মঙ্গলবার দুটি বৈঠকেই উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। ছিলেন সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার, মন্ত্রী মানস ভুঁইঞা, প্রতিমন্ত্রী শিউলি সাহা, শ্রীকান্ত মাহাতো, জেলার বিধায়করা, মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা, ঘাটালের সভাপতি আশীষ হুদাইত সহ সমস্ত ব্লক সভাপতি।
এদিনের বৈঠকে রাজ্য সভাপতি দলের সমস্ত স্তরের নেতাদের নির্দেশ দিয়েছেন ২১ জুলাই শহিদ সমাবেশে এবারে বেশি সংখ্যক কর্মী সমর্থকদের উপস্থিত করাতে হবে। ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি, বুথ সভাপতিদের ঝাঁপিয়ে পড়তে হবে। প্রতি পাড়ায়, প্রতি বুথ এলাকায় বৈঠক করতে হবে। জেলা সভাপতিরা প্রতি ব্লকে গিয়ে বৈঠক করবেন।