পার্থ খাঁড়া, আমাদের ভারতের, পশ্চিম মেদিনীপুর, ৪ জুন: গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে এবং ব্ল্যাড ব্যাঙ্কের রক্তের চাহিদা পূরণের লক্ষ্যে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের মীর বাজার এলাকায় সিপিআইএমের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে প্রায় দুই শতাধিক রক্তদাতা রক্ত দান করেছেন বলে শহর সিপিআইএমের পক্ষ থেকে জানানো হয়েছে।
পাশাপাশি জানানো হয়েছে, বিগত ১৯৯৩ সাল থেকে এই প্রতি বছর রক্তদান শিবির হয়ে আসছে। এই রক্তদান শিবিরকে ঘিরে কর্মীদের মধ্যে যথেষ্ট উৎসাহ যথেষ্ট লক্ষ্য করা গিয়েছে।