পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ জুন: গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর পৌরসভার অন্তর্গত ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিরুপমা কোনার সিটের প্রচেষ্টায় তাঁতিগেড়িয়া হাইস্কুল প্রাঙ্গণে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে প্রায় শতাধিক রক্তদাতা রক্ত দান করেছেন বলে এদিন কাউন্সিলর জানিয়েছেন।
শিবিরে উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমেন খান, উপপ্রধান অনিমা সাহা, বিশ্বজিৎ মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।