Blood donation ঘোলায় সপ্তরথীর রক্তদান শিবির, উদ্বোধন করলেন শ্রীসমীরেশ্বর ব্রহ্মচারী মহারাজ

আমাদের ভারত, ব্যারাকপুর ২৫ আগস্ট: ঘোলা ওয়েলফেয়ার সোসাইটির রক্তদান শিবির। রবিবার এই শিবিরের উদ্বোধন করেন বিশ্ব সেবাশ্রম সংঘের কর্ণধার পূজ্যপাদ শ্রী সমীরেশ্বর ব্রহ্মচারী মহারাজ। রক্তদান শিবিরের পাশাপাশি বিনামূল্যে রক্ত পরীক্ষা, স্বাস্থ্যপরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ নেওয়ারও ব্যবস্থা ছিল

রবিবার সকালে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন স্বামী সমরেশ্বর ব্রহ্মচারী মহারাজ। উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজকর্মী এবং এডভোকেড জয়দেব মণ্ডল। স্বামী সমরেশ্বর ব্রহ্মচারী মহারাজ বলেন, অহংবোধ শূন্য হয়ে সেবা কাজ করতে হবে। আমরা মানুষের ভিতর ভগবানের ছায়া দেখতে পাই। সারা পৃথিবীর মানুষই আমাদের আত্মীয়– এটাই হচ্ছে সনাতন ধর্মের বৈশিষ্ট্য। সেবা খুব বড় কাজ। কিন্তু সেবা করার আগে নিজের ভিতরে সেবার মানসিকতা আনতে হবে। মনটাকে বড় করতে হবে। যে মানুষের আমরা সেবা করি, তারা আমাদের কাছে নারায়ণ স্বরূপ। তাই মনে রাখতে হবে যিনি সেবা নিচ্ছেন তিনি করুনার পাত্র নন। তাঁর সেবা করে আমিই ধন্য হচ্ছি। সেবার সময় মানুষকে শিবজ্ঞানে তা করতে হবে।

ঘোলা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক সুরঞ্জয় পাল জানান, এদিন ৬০ জন রক্তদান করেন। এছাড়া রক্ত পরীক্ষা, ইসিজি, ইউরিক এসিড টেস্ট সহ স্বাস্থ্য পরীক্ষা করান অনেকে। জন্য ৫ জন ডাক্তার স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। সুরঞ্জয় পাল জানান, তাঁরা তিন বছর ধরে এই কাজ করছেন। কারণ তাদের এই সংগঠন তৈরিই হয়েছে মানুষের সেবা করার জন্য। তাই সামাজিক দায়বদ্ধতা থেকেই তারা প্রতিবছর এই সেবা কাজ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *