Nafarchand Jute Mill, Kankinara, শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে গেল কাঁকিনাড়ার নফরচাঁদ জুটমিল

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৫ আগস্ট:
শ্রমিক অসন্তোষের জেরে শনিবার রাত থেকে বন্ধ হয়ে গেল কাঁকিনাড়ার নফরচাঁদ জুটমিল। পুজোর মুখে কাজ হারালেন স্থায়ী-অস্থায়ী মিলিয়ে দু’হাজার শ্রমিক।

জানা গিয়েছে, শুক্রবার বি সিফট শেষ হবার মুখে বিকেল ৩-৪৫ মিনিট নাগাদ উইন্ডিং বিভাগের মহিলা শ্রমিক সোমা কান্দাহারের সঙ্গে বিভাগীয় ইনচার্জের কথা কাটাকাটি হয়। সোমা দেবীর অভিযোগ, ডিপার্টমেন্টের ইনচার্জ তাঁকে ধাক্কা মেরে ফেলে দেয়। নাইট সিফটে কাজে যোগ দেওয়া শ্রমিকরা মহিলাকে ধাক্কা মারার প্রতিবাদ জানায়। অভিযোগ, ঘটনার প্রতিবাদ করায় উইন্ডিং বিভাগের চারজন শ্রমিককে গেটের বাইরে করে দেয় মিল কর্তৃপক্ষ। চারজনকে কাজে পুনরায় বহালের দাবিতে শনিবার বিকেলে নাইট সিফটের শ্রমিকরা কাজ বন্ধ রেখে আন্দোলনে সামিল হয়েছে। কর্মবিরতির জেরে উৎপাদন বন্ধ হয়ে যায় নফরচাঁদ জুটমিলে।

এদিন সন্ধেয় ভাটপাড়া থানায় ওই মহিলা শ্রমিক অভিযোগও দায়ের করেন। শ্রমিকদের দাবি, নিঃশর্তে ওই চারজন সহকর্মীকে কাজে ফিরিয়ে নিতে হবে। আর বিভাগীয় ইনচার্জের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *