পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ মে: ব্লাড ব্যাঙ্কে রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোডের বিদ্যাসাগর মঞ্চে ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
জানা গিয়েছে, এই রক্তদান শিবিরে প্রায় ৯৮ জন রক্তদাতা রক্ত দান করেন। এই শিবিরের উদ্বোধন করেন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা। এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ সরকার, রাজীব ঘোষ, স্মৃতি রঞ্জন দত্ত, মণিকাঞ্চন রায়, সুশান্ত সিংহ, যুব সভাপতি মানস নায়েক সহ ৮টি অঞ্চলের নেতা- কর্মীরা।