পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ মে: চার দফা দাবি নিয়ে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লক সিপিআইএমের ডাকে ডেবরা বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ ও স্মারকলিপি দেওয়া হয়।
মূলত তাদের দাবিগুলি হলো- জব কার্ড রক্ষা করা, কাজের অধিকার আদায়, কর্মশ্রী প্রকল্পের হিসাব, প্রকৃত বঞ্চিতদের আবাস যোজনার ঘর দেওয়ার ব্যবস্থা করা, ভাতা প্রাপ্যদের নিয়মিত ভাতা সহ নতুন ভাতা চালুর দাবি নিয়ে এদিন বিক্ষোভ ও স্মারকলিপি দেওয়া হয়।
এদিন সারাদিন ধরে চলে এই বিক্ষোভ। উপস্থিত ছিলেন কয়েকশো সিপিআইএম কর্মী সমর্থক। এদিনের কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন বক্তারা।