পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৩ মার্চ: থ্যালাসেমিয়া ও মূমুর্ষূ রোগীদের কথা মাথায় রেখে এবং ব্লাড ব্যাঙ্কে রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড অগ্রগামী অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে ক্লাব প্রাঙ্গণে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এইদিন এই রক্তদান শিবিরে ৭জন মহিলা সহ ৭৫ জন রক্তদাতা রক্ত দান করেন বলে জানিয়েছেন ক্লাব সম্পাদক সঞ্জয় সরকার ও সভাপতি প্রভাস চৌধুরী।
এছাড়াও এই রক্তদান শিবিরে শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো ও পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহা উপস্থিত হয়ে রক্তদাতাদের কৃতজ্ঞতা জানান। পাশাপাশি ক্লাব সংগঠনের সদস্যদের আগামী দিনে এইরকম সমাজসেবক মূলক কর্মসূচি গ্রহণ করার জন্য বার্তাদেন প্রতিমন্ত্রী। এছাড়াও এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ক্লাব সংগঠনের সহ-সভাপতি প্রদীপ রানা, গৌতম বল্লভ, বলাই গণ, সুভাষ ঘোষ, শেখর কুন্ডু, গোপাল সরকার সহ অন্যান্য ক্লাব সংগঠনের সদস্যরা।