পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৩ মার্চ: আজ বীর বিপ্লবী শহিদ ভগৎ সিং- এর আত্মোৎসর্গ দিবসে যুব সংগঠন এআইডিওয়াইও’র পশ্চিম মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির উদ্যোগে এক দিনের রাজনৈতিক ক্লাস হলো বালিচকে।
‘মার্কসবাদ ও মানব সমাজের বিকাশ প্রসঙ্গে- শিবদাস ঘোষ’ বইটির উপরে এই ক্লাস হয়। জেলার ৩৫ জন যুবক অংশগ্রহণ করে। ভগৎ সিং- এর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যে দিয়ে আলোচনা সভার সূচনা হয়। আলোচনা করেন এসইউসিআই কমিউনিস্ট দলের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য সৌরভ মুখার্জি। এছাড়া উপস্থিত ছিলেন যুব সংগঠনের রাজ্য সহ সভাপতি অনিন্দিতা জানা।