পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ ফেব্রুয়ারি: আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। আর পরীক্ষার প্রথম দিন পরীক্ষার্থীদের উৎসাহ দিতে পাশে দাঁড়ালো যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকের।
পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের সামনে ঢোকার মুখে পরীক্ষার্থীদের ফুল ও পেন দিয়ে তাদের শুভেচ্ছা জানান যুব তৃণমূলের কর্মী সমর্থকরা। উপস্থিত ছিলেন ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মানস নায়েক, সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সম্পাদক রাজীব ঘোষ সহ তৃণমূল ও যুব তৃণমূলের কর্মী সমর্থকরা।
এদিন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি মানস নায়েক জানান, শুধু আজকের দিনে নয়, আগামী পরীক্ষার দিনগুলোতেও আমরা ব্লকের সমস্ত পরীক্ষার্থীদের পাশে থাকবো। তাদের সুবিধা অসুবিধা সবসময়ই নজরে থাকবে আমাদের।