পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ ফেব্রুয়ারি: আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের মিয়াবাজার তালপুকুর এলাকার পরীক্ষার্থী সুলতানা খাতুন গতকাল রাতে হঠাৎ অসুস্থ হওয়ার কারণে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়। জরুরি ভিত্তিতে অপারেশন করা হয় সুলতানার।
আজ সুলফ প্রথম দিনের পরীক্ষা। তাই সুলতানার মা চিন্তিত হয়ে পড়েন তার পরীক্ষা দেওয়া নিয়ে। এরপর তিনি স্থানীয় তৃণমূল নেতৃত্বের দ্বারস্থ হন। সেই খবর পেয়ে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুজয় হাজরা হাসপাতালে গিয়ে চিকিৎসকদের পরামর্শ নিয়ে এক ঘন্টার মধ্যে ওই ছাত্রীকে হাসপাতালে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেন। এতে খুশি হয়েছেন সুলতানার পরিবার সহ এলাকার মানুষজন।