পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২ সেপ্টেম্বর: জেলা শাসকের অফিস ঘেরাও কর্মসূচি করলো ভারতীয় জনতা পার্টি।
সোমবার বেলা সাড়ে বারোটা নাগাদ সিপাই বাজারের বিজেপি কার্যালয় থেকে মিছিল করে জেলাশাসকের দপ্তরের মূল গেটের বাইরে বিক্ষোভ দেখালো কয়েক হাজার বিজেপির দলীয় কর্মী সমর্থকরা। দলীয় ঝান্ডা হাতে নিয়ে ব্যানার সামনে রেখে এই প্রতিবাদ মিছিল করে বিজেপি। এই মিছিল থেকে রাজ্যজুড়ে মহিলাদের ওপর অত্যাচারের পাশাপাশি আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করার প্রতিবাদে ও শাস্তির দাবিতে সোচ্চার হন বিক্ষোভকারীরা।
সামাল দিতে জেলাশাসকের দপ্তরের বাইরে মোতায়েন ছিল পর্যাপ্ত পুলিশ বাহিনী। তবে এদিন কোনরকম বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি। বিক্ষোভকারীরা জেলাশাসকের কার্যালয়ের বাইরে রাস্তার ওপর বসে বিক্ষোভ দেখাতে থাকেন। আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস, জেলা যুব সভাপতি আশীর্বাদ ভৌমিক, জেলা মিডিয়া ইনচার্জ মনোজ দে, সহ অন্যান্য নেতৃবৃন্দ।